উখিয়ায় রেড জোনের সময় বাড়লো!

মোহাম্মদ ইব্রাহিম মোস্তাফা •

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত তিনটি ওয়ার্ডকে করোনার প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে আবারও ‘রেডজোন’ ঘোষনা করা হয়েছে।

সোমবার (৭ জুন) রাত ১২টা থেকে ১৩ জুন পর্যন্ত ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে।

গত ১ মাসে উখিয়া উপজেলায় স্থানীয় প্রায় ৪০০ এর বেশি করোনা পজিটিভ হয়েছেন। যার মধ্যে রাজাপালং ইউনিয়নের ২০০ জনেরও বেশি।

রোববার (৬ জুন) উখিয়ার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে উখিয়া ক্যাম্প ও নিকটবর্তী এলাকায় করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এ কারণে গত ২৩ মে থেকে উপজেলার জনবহুল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এরপরও থামছে না করোনার ঊর্ধ্বমুখী। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনার বেশি প্রাদুর্ভাব দেখা যাওয়া ক্যাম্প এলাকার তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা দেয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে কোভিড-১৯ বিষয়ক সরকারের সব বিধি নিষেধ, স্বাস্থ্য বিধি সব পর্যায়ে মানতে বাধ্য করা হবে। পুরো উপজেলায় এ নিয়ন্ত্রণ আগামী ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।’

  • শর্ত::
  • ১. দূরপাল্লার বাসসমূহ স্বাস্থ্যবিধি মেনে ৫০ ভাগ যাত্রী নিয়ে আগামীকাল (০৭.০৬.২০২১) থেকে চলাচল করতে পারবে।
  •  

    ২. অন্যান্য গণপরিবহন এর ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞা বহাল থাকবে। কেবলমাত্র অত্যাবশ্যকীয় ক্ষেত্রে চলাচল করতে পারবে।

    ৩. হোষ্ট কমিউনিটিতে কার্যক্রম চালানো এনজিওসমূহ শুধুমাত্র অত্যাবশকীয় জরুরী সেবা, উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে পরিচালনা করবেন।

  • রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম পরিচালনাকারী এনজিওসমূহ RRRC প্রদত্ত নির্দেশনা প্রতিপালন করবেন।

    ৪. হাটবাজার ও দোকানপাট এর ক্ষেত্রে চলমান বিধিনিষেধ বহাল থাকবে।

  •  

    * দয়া করে অতীব জরুরী প্রয়োজন ব্যাতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

  •  

    * হাটবাজার, চা এর দোকান, হোটেল রেস্তোরায় অহেতুক ঘোরাফেরা হতে বিরত থাকুন।

  •  

    * অত্যাবশ্যকীয় প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন।

  • অযথা বা বিনা প্রয়োজনে হাটবাজার বা জনসমাগমস্থল এড়িয়ে চলুন।
  • এই বিধিনিষেধ এর কারনে কর্মহীন/ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।
  • দয়া করে আগামী এক সপ্তাহ অতীব জরুরি প্রয়োজন ব্যাতীত ঘরের বাইরে আসা হতে বিরত থাকুন।
  • নিজেদের সুরক্ষার জন্যই এই বিধিনিষেধ মেনে চলুন।

আরও খবর