বাংলাদেশকে দ্বিতীয় দফায় যে ছয় লাখ টিকা দেওয়ার কথা ছিল, তা ১৩ জুনের মধ্যে দিতে চায় চীন। কিন্তু, বাংলাদেশ কবে এ টিকা গ্রহণ করবে তা নিশ্চিত করেনি। শনিবার (৫ জুন) চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় ছয় লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা জানান। এসময় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন বলে জানান এ কে আব্দুল মোমেন।
১২ মে বাংলাদেশকে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছিল চীন। দ্বিতীয় দফায় যে ছয় লাখ টিকা বাংলাদেশকে চীন দিচ্ছে, সেটাও সিনোফার্মের তৈরি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-