ফারুক আহমদ , উখিয়া •
উখিয়ায় অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ৪৬ হাজার ৫ শত ৮৭ জন শিশুকে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয় ।
আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড শুরু হবে ।
এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, ডা: রনজন বড়ুয়া রাজন সভাপতিত্বে এক অবহিতকরন ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ৷
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার , নিজাম উদ্দীন আহমেদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার, গুলশান আক্তার, উখিয়া থানা অফিসার ইনচার্জ, সনজুর মোরশেদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. এহেচান উল্লাহ সিকদার।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক , স্বাস্থ্য সহকারী, ইপিআই টেকনিশিয়ান , নার্স সাংবাদিক , ইমাম ও বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-