কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ৮৪ জনের করোনা শনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •

মঙ্গলবার ৩১ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৫৫ জনের নমুনা টেস্ট করে ৮৪ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫৭১ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার শনাক্ত হওয়া ৮৪ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে বান্দরবান জেলার রোগী ১ জন। অবশিষ্ট ৭৯ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২৪ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, রামু উপজেলায় ৮ জন, উখিয়া উপজেলায় ১৮ জন, টেকনাফ উপজেলার ১২ জন, চকরিয়া উপজেলার ৩ জন, পেকুয়া উপজেলায় ১ জন এবং মহেশখালী উপজেলার ২ জন রোগী রয়েছে।

এনিয়ে, ৩১ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ১০ হাজার ৩৫০ জন। এরমধ্যে, গত ৩০ মে পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১১২ জন। তারমধ্যে, ১৭ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’১০%।

এদিকে, গত ৩০ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৮৯৪ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬’৫৮%।

আরও খবর