ভাঙ্গনের কবলে মেরিন ড্রাইভ সড়ক!

ইমরান আল মাহমুদ •


ভাঙ্গনের কবলে পড়েছে সমুদ্র আর পাহাড়ের মাঝখানে নির্মিত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক।

এ সড়কটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেঁষে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের পানিতে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় পাটুয়ারটেক অংশে ভাঙ্গন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াস এর সময় সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে আঘাত হানে মেরিন ড্রাইভ সড়কে। ঢেউয়ের আঘাতে সড়কের নিচে মাটি সরে গিয়ে ভাঙ্গন দেখা দিয়েছে।

সচেতন মহলের দাবি,দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কের ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ জরুরী। অন্যথায় পর্যটন কেন্দ্র ঘেঁষা সমুদ্র ও পাহাড়ের মাঝখানের এ মেরিন ড্রাইভ সড়ক অচিরেই সমুদ্রে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

অন্যদিকে, সোনারপাড়া পয়েন্টে জোয়ারের পানির ধাক্কায় ঝাউবাগানের অধিকাংশ গাছ মাটিতে বিলীন হয়ে গেছে। সমুদ্র উপকূলীয় এসব ঝাউবন রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের।

একদিকে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে পরিবেশের উপর দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষনিধন,পাহাড় ও বন ধ্বংস, নদ নদী ভরাট,যত্রতত্র স্থাপনা নির্মাণ, প্লাস্টিক দূষণ পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যা রোধে কার্যকরী পদক্ষেপ না নিলে অচিরেই সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে কক্সবাজার।

আরও খবর