কক্সবাজারে নির্মাণাধীন ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন ঘরের দেয়াল ভেঙে তামিম ইকবাল নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটৈ।

জানা যায়, বাহারছড়া এলাকায় নির্মাণাধীন ঘরের ভেতর খেলছিল ৫ বছরের শিশু তামিম। এসময় একটি অর্ধনিমিত দেয়াল ভেঙে পড়লে গুরুতর আহত হয় তামিম। পরে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও খবর