চকরিয়ায় বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আরহান মোঃ ফয়সাল (২২) চকরিয়া পৌরসভা খোন্দকার পাড়ার মনুর আলমের ছেলে। সে লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজের ২য় বর্ষের ছাত্র।

মঙ্গলবার (২৫ মে) বিকেল ৬ টায় খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালায় এ দূর্ঘটনা ঘটে। একইদিন রাত সাড়ে ৯ টায় চমেক হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফয়সাল মোঃ আরাফাত।

এসময় মোটরসাইকেলে থাকা গুরুতর আহত অপর জনের নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি মার্সা পরিহণের বাস ও বিপরীতমুখী এস.আলম বাস ক্রসিং হচ্ছিল। এ সময় চকরিয়া অভিমুখী একটি মোটরসাইকেল মার্সা বাসের ধাক্কায় মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এতে ফয়সাল সহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরহান মোহাম্মদ ফায়সাল।

এ ব্যাপারে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নওফেল বিন আলম জানান, মেদাকচ্ছপিয়া ঢালায় সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ওইসময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মার্সা, এস.আলম ও মোটরসাইকেলটি জব্দ রয়েছে।

আরও খবর