টেকনাফে ইয়াবাসহ ৪ নারী-পুরুষ আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত ভাবে চলছে। সেই সুত্র ধরে উক্ত থানায় কর্মরত পুলিশ সদস্যরা আবারও টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকায় মাদক বিরোধী একটি সাঁড়াশী অভিযান পরিচালনা করে মাদক কারবারে জড়িত ৪ নারী-পুরুষকে ইয়াবাসহ আটক করেছে।

এসময় আটক আসামীদের হেফাজতে থাকা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আটক অপরাধীরা হচ্ছে, হ্নীলা উলচামারী এলাকার মৃত আবুল হোছাইন প্রকাশ বাবুর পুত্র মো.দেলোয়ার হোছাইন(২৫), মো.আনোয়ার হোছাইন(২৮), একই এলাকার মো. সেলিমের মেয়ে ছমিরা আক্তার(২৪), জামাল হোসেন’র পুত্র মো.শাহ আলম(২৮)।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ২৩ মে (রবিবার) গোপন সংবাদের তথ্য অনুযায়ী দুপুর সাড়ে ১২ টার দিকে এসআই রাফির নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল হ্নীলা রঙ্গীখালী এলাকা হতে ৪ মাদক কারবারীকে আটক করে এবং তাদের হেফাজতে থাকা ১০ দশ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি বলেন, ইয়াবাসহ আটক ৪ নারী-পুরুষের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

আরও খবর