গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে রশিদ আহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক হয়েছে।
আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ২৩ মে (রবিবার) গোপন সংবাদের তথ্য অনুযায়ী ভোর সাড়ে ৪টার দিকে এসআই মিল্টন খন্দকার’র নেতৃত্বে পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়ন লেদাপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বদিউজ্জামান’র পুত্র রশিদ আহাম্মদ (৪৫) কে এক হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদক কারবারে জড়িত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য থানা পুলিশের মাদক বিরোধী চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-