উখিয়ায় ভিজিডি চাল জব্দ: আটক হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ার পালংখালীতে উপজেলা প্রশাসনের অভিযানে সরকারিভাবে বিতরণকৃত ভিজিডি চাল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ অবস্থায় ৫ হাজার ৪শ ৫০কেজি চাল জব্দ করা হয়েছে।

শনিবার (২২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পালংখালী ইউনিয়নে অবস্থিত গুদামটি হতে প্রায় ১৮১ বস্তা এ সরকারি চাল জব্দ করা হয়। এসময় গুদামে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

আরও খবর