রোহিঙ্গা শিবিরে লকডাউন অমান্য: আটক হলো ৬ জন

উখিয়া প্রতিনিধি •

উখিয়া উপজেলা প্রশাসনের অভিযানে সরকার ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (২২ মে) জামতলী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকার ঘোষিত রোহিঙ্গা ক্যাম্প লকডাউন ও রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়ার বিধিনিষেধ প্রতিপালনের অংশ হিসেবে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত অভিযানে জামতলী বাজার সংলগ্ন এলাকা হতে ছয়জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদেরকে কাজে নিয়োগ করা ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও খবর