উখিয়ায় ব্যবসায়ী খুন: মা-মেয়ে ও পুত্রবধূ আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারে উখিয়ায় পারিবারিক কলহের জেরে নুরুল হক নামের একব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) ভোরে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নিহত নুরুল হকের স্ত্রী খতিজা বেগম (৪০), তার বড় মেয়ে ইয়াসমিন আক্তার (২২), ছোট মেয়ে সুজিয়া আক্তার (১৫), পুত্রবধূ রহিমা আক্তার (২২)।

এর আগে বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত ২টার দিকে পারিবারিক কলহ নিয়ে সংঘর্ষ হলে চিরাই কাঠ দিয়ে মাথায় আঘাত করলে নুরুল হক নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সঞ্জুর মোর্শেদ।

তিনি বলেন, আটককৃতদের আজ দুপুরে কক্সবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও খবর