নিজস্ব প্রতিবেদক •
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৬ রাউন্ড গুলিসহ জহিরুল মামুন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মামুন উখিয়ার পালংখালী ইউনিয়নের আনজুমান পাড়ার ছৈয়দ নুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে জহিরুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-