গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে কর্মরত সদস্যরা সদর ইউনিয়ন শিলবুনিয়াপাড়া এলাকায় একটি বসতবাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে শপিং ব্যাগের অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
এসয়ম মো.হোসাইন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় তারা।
অভিযানের তথ্যটি নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য অফিসে দায়িত্বরত সহকারি পরিচালক মো.সিরাজুল মোস্তফা (মুকুল) জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি শিলবুনিয়াপাড়া এলাকায় একটি বসতবাড়ী ইয়াবার একটি চালান মজুদ করা আছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ২ মে (রবিবার) দিবাগত ভোর রাতের দিকে টেকনাফ মাদকদ্রব্য অফিসের চৌকষ পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান’র নেতৃত্বে একটি দল ঐ বসতবাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং উদ্ধারকৃত ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে বাড়ির মালিক মো.হোসাইকে আটক করা হয়।
তিনি আরো বলেন, অভিযান চলাকালিন সময়ে ঐ বসতবাড়ী থেকে শিলবুনিয়া পাড়া এলাকার জিয়া’র স্ত্রী রাশেদা(২৩) প্রকাশ রাশু নামে এক নারী মাদক পাচারকারী কৌশলে পালিয়ে যায়।
তবে উক্ত ঘটনায় পালিয়ে যাওয়া নারী মাদক ব্যবসায়ীকে পলাতক আসামী করে, সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-