অস্ত্রসহ কক্সবাজার শহরের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ও ১০ মামলার পলাতক আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে ৩ সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০১ মে) সকালে শহরের মাটিয়াতলী পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম তার শ্বশুর বাড়িতে অবস্থান করায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে যায়। এ সময় পুরো পাহাড়ি এলাকা ঘিরে বাড়িতে অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়।
এ সময় ১টি আগ্নেয়াস্ত্র, ১০টি গুলি, ১টি দা, ২টি ছোরা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও সাদ্দামের অপর দুই সহযোগীকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, গ্রেফতার সাদ্দাম হোসেন কক্সবাজার শহরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। শহরের অধিকাংশ ছিনতাইসহ নানা অপরাধ কর্ম তার বাহিনীর সদস্যরা সংগঠিত করে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইয়ের ১০ টি মামলা রয়েছে।

আরও খবর