ছাত্রলীগ নেতা এনামুলের উদ্যোগে ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি •

 

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের নির্দেশে উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য এনামুল কবির।

৩০ এপ্রিল (শুক্রবার) বিকেলে উখিয়ার পালংখালী, থাইংখালী ও বালুখালী এলাকায় ৫শ পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

বিতরণ শেষে ছাত্রলীগ নেতা এনামুল কবির বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দেশের এই ক্লান্তিলগ্নে জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের নির্দেশে পথচারী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করার উদ্যোগ নিয়েছি। পবিত্র রমজান মাসে যাতে স্বল্প আয়ের মানুষ রোজা রাখার পরে সন্ধ্যায় ইফতার করতে পারে সেজন্য আমি সাধ্যমত কিছু করার চেষ্টা করছি।

আগামীতেও দেশের দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে উল্লেখ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

আরও খবর