নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে পাচারকারী ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে মালিক বিহীন ৪০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার রাতে হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ খালেরমুখ পোষ্ট হতে দক্ষিণে বিআরএম১৭হতে ১.৫কিঃলিঃ উত্তরে মাঠ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।
এমন তথ্যে উনচিপ্রাং বিওপি একটি বিশেষ টহলদল বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলে অবস্থান নেয়।
কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে ব্যাগ হাতে করে নাফনদীর কিনারা হয়ে মাঠের দিকে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে।
দুষ্কৃতকারী ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত ব্যাগটি ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে নদীনদী সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে টহলদল উল্লেখিত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে।উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।ঔই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-