গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে মহামারি করোনায় কর্মহীন ও দুস্থদের জন্য বরাদ্ধ (ভিজিডি চাল) ৬ হাজার উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রতি পরিবারকে তিন মাসের জন্য অগ্রিম ৯০ কেজি করে চাল দিয়েছেন।
২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নুর হোসেন চেয়ারম্যানের সভাপত্বিতে (উখিয়া-টেকনাফ) সাবেক সাংসদ আবদুর রহমান বদি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, ইউপি সদস্য মোহাম্মদ শরীফ,ছিদ্দিক,শামশুসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় (সাবেক) এমপি বদি বলেন, উখিয়া-টেকনাফে এগার লাখের বেশি রোহিঙ্গার বসবাস। এই রোহিঙ্গাদের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেকনাফ ও উখিয়ার মানুষ। সেসময় এমপি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে ৪০ হাজার মানুষের জন্য বরাদ্ধ এনেছিলাম সে-সুফল এখনো ভোগ করে যাচ্ছে উপভোগী অসহায় মানুষ গুলো।
তিনি আরো বলেন বিগত আমলে সরকার দলীয় কোন নেতা গরীব দুস্থদের মাঝে পাশে দাঁড়ায়নি। এক মাত্র বাংলাদেশ আওয়ামীলীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় অত্র এলাকার গরীব অসহায় মানুষের মাঝে এই চাল বিতরন ধারাবাহিক ভাবে অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলকে দোয়া করতে অনুরোধ জানান বদি।
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ উল্লেখ করে ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে করোনাভাইরাসে কর্মহীন ও দুস্থদের জন্য বরাদ্ধকৃত (ভিজিডি) চাল অত্র ইউনিয়নের ৬ হাজার উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরন শুরু করেছি।
তারই ধারাবাহিকতায় একদিনে তিন মাসের জন্য ৯০ কেজি করে ১৩’শ ৭৪ পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ৪ হাজার ৬২৬ পরিবারের মাঝে এই চাল দ্রুত পৌঁছে দেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-