নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ১৪ এপিবিএন।
২৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রেদোয়ানের পান সিগারেটের দোকানের সম্মুখ হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকৃতদের মধ্যে ২ জন রোহিঙ্গা নাগরিক এবং ১ জন স্থানীয় সিএনজি চালক।
তারা হলো- ক্যাম্প-১৩ ব্লক-এ/১ এর মৃত নূর আলম ও হাসিনা বেগমের পুত্র নূর কালাম ওরফে কালা মিয়া (৩৫),ক্যাম্প-২৫ ব্লক-ডি/৬ এর মোঃ ইমান হোসেন ও সেতারা বেগমের পুত্র মোঃ ইলিয়াস (২১) এবং টেকনাফ সদরের ৪নং ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়ার মৃত সুলতান আহমেদ ও মৃত শামসুন্নাহারের পুত্র মোহাম্মদ আলম (৩৫)।
১৪ এপিবিএন এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রেদোয়ানের পান সিগারেটের দোকানের সম্মুখ হতে আটকৃতদের দেহতল্লাশি করে ৫ হাজার পিস এবং ৪ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আটকৃত আসামীদের ইয়াবাসহ উখিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।পাশাপাশি একটি নিয়মিত মামলাও রজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-