গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
গত ৩ এপ্রিল রাতে মামুনুল হক ইস্যুতে এরশাদ উল্লাহ নেতৃত্বে মহেশখালীর বিভিন্ন স্থানে হেফাজতের মিছিল থেকে হামলা ও তান্ডব চালানো হয়। এসময় বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়, থানা ও উপজেলা পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করে।
এ নিয়ে মহেশখালী থানায় তিনটি মামলা রুজু হয়।
মামলার অন্যতম আসামী বড় মহেশখালীর ইউনিয়নের ভিপি নুর হিসেবে খ্যাত এরশাদ উল্লাহ কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ । সে ওই এলাকার মােঃ হােছাইন পুত্র।
মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল জানান- ২৮শে এপ্রিল বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট কক্সবাজার জেলা শহর থেকে আসামী এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে ।
তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় তাকে কারাগারে প্রেরন করা হবে ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-