টেকনাফ সাগর উপকূল থেকে ৪ দালালসহ ৩০ মালয়েশিয়াগামী আটক!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফ বাহারছড়া সমুদ্র সৈকত এলাকা থেকে দালালসহ ৩০ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

তথ্য নিয়ে জানা যায়, ২৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সমুদ্র উপকুল এলাকায় অভিযান চালিয়ে মাছধরার একটি ফিশিং ট্রলার থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

আটককৃতদের মধ্যে, ৪ জন দালাল এবং ৪ শিশুসসহ ২৬জন নারী যাত্রী রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আমিরুল হক কক্সবাজার জার্নালকে জানান, টেকনাফ বাহারছড়া সমুদ্র সৈকত থেকে মানবপাচারে জড়িত দালালসহ ৩০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি সময় অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে গভীর বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়ে মালয়েশিয়াগামী এই ট্রলারটি।

এসময় ডাকাতরা তাদের মালপত্র লুট করে ট্রলারটি ইঞ্জিন বিনষ্ট করে দেয়। পরে তারা ভেসে কূলে ভিড়লে তাদের আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

এ বিষয়ে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরও খবর