মানবতার সেবক সাংবাদিক রাসেল চৌধুরীর জন্য দোয়া কামনা

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও কক্সবাজার জার্নাল ডটকম’র উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যিনি নিরবে একের পর এক করে গেছেন সহযোগিতা। সবার সমস্যায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। নিজের হাজারো কাজ থাকলেও সব উপেক্ষা করে অন্যের উপকারে ছুটে গেছেন সবসময়।

দেশের করোনা পরিস্থিতে মানুষ যখন কর্মহীন, ঠিক সেই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষদের জন্য নিজস্ব তহবিল থেকে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। তাদের খোঁজ খবর নিয়েছেন। সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে কাজ করে চলেছেন অবিরত। প্রকাশ্যে সহযোগিতার পাশাপাশি অনেক পরিবারকে তিনি গোপনে সহযোগিতা করেছেন। করোনা পরিস্থিতিতে সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তিনি অনেক অবদান রেখেছেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন।

উখিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। উদীয়মান তারুণ্যের দীপ্ত প্রতীক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন তিনি।

তার মহত্বের যে চিত্র উঠে এসেছে, তা শুধু সাধুবাদযোগ্যই নয় , অনুসরণযোগ্যও বটে। এই মহত্বের উখিয়াবাসীর মন কেড়ে নিয়েছেন। ফেসবুকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, মানুষের ভালবাসা ও শ্রদ্ধা আসনে বসিয়ে একজন আর্দশ মানুষ হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ এ মহৎ বাণীকে ধারণ করে আর্তমানবতার সেবায় মনপ্রাণ ঢেলে দিয়েছেন তিনি।

নিঃস্বার্থে এমন কাজে অবদান রাখার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক রাসেল চৌধুরী বলেন, অসহায়দের পেটে যতোদিন ক্ষুধা আছে ততদিন তাদের পাশে থাকতে চাই। এটাই আমার তৃপ্তি। অসহায় মানুষগুলো পেটপুরে খাওয়ার পর তৃপ্তির যে হাসিটা দেয়, এটা আমার কাছে কোটি টাকার সম্বল। আমার এই পরিশ্রম স্বার্থক হয় তখন সাধারণ খেটে খাওয়া মানুষেরা খাদ্য সামগ্রী পাওয়ার পরে তাদের হাসিমাখা মুখটা দেখার আনন্দটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না।

তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি এ পর্যায়ে এসেছি। আমার সামর্থ্যের ওপর তাদের হক আছে, বিলিয়ে দেওয়ার মাঝে যে সুখ, তা অনেক কিছুতেই পাওয়া যায় না। তিনি আরো বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি সেটাই আমার প্রত্যাশা। যতদিন মহান রাব্বুল আলামিন আমাকে সুস্থ-সবল রাখবেন, ততদিন মানুষের কল্যাণে আমার পথচলা বহমান থাকবে।

এদিকে, যে মানুষটি দিনরাত একাকার করে মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন সেই যোদ্ধা নিজেই আজ করোনায় আক্রান্ত।

শনিবার (২৪ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

একই দিন সামান্য গলা ব্যথা ও মুখে ঘা অনুভব করলে তিনি করোনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দেন।

বর্তমানে তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে, শারীরিকভাবে ঝুঁকিমুক্ত বলে রাসেল চৌধুরী নিজেই জানিয়েছেন।

করোনায় আক্রান্ত রাসেলের জন্য কক্সবাজারসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। এই মহান মানুষটি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসবেন সকলের মাঝে এমন প্রত্যাশা সকলের।

“পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা শুধু দিয়ে যায় বিনিময়ে কিছুই পেতে চায়না, রাসেল চৌধুরী তাদেরই একজন।”

আরও খবর