টেকনাফে ‘প্রধানমন্ত্রীর উপহার’ পেলেন শতাধিক প্রতিবন্ধি ও হিজরা পরিবার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


মহামারি করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া টেকনাফের শতাধিক অসহায়,গরীব, প্রতিবন্ধি,পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার (ত্রাণ) খাদ্যসামগ্রহী বিতরণ করা হয়েছে।

২৪ এপ্রিল (শনিবার) সকাল ১১ টার দিকে টেকনাফ উপজেলা আর্দশ বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় প্রতিবন্ধি ও হিজড়া জনগোষ্টীর মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পৌঁছে দেন জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, খেজুর, মার্স্ক ও হাত ধোয়ার সাবান।

এছাড়া ক্যান্সার, হৃদরোগ ও প্যারালাইজড রোগে আক্রান্ত এর রকম ছয়জন ব্যক্তিকে সরকারি অনুদান হিসেবে প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকা করে তিন লাখ টাকা চেক তাদের হাতে তুলে দেয় ডিসি।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ চৌধুরী নেতৃত্বে ত্রাণ বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান, সমাজসেবা অফিসার সিরাজ উদ্দিন।

ত্রাণ বিতরন শেষে জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরন ত্রাণকে অনুগ্রহ মনে করবেন না, এটা আপনাদের অধিকার। এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো উপহার। আর এ উপহার ব্যক্তির নামে দেওয়ার কোন সুযোগ নেই। দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ হাতে নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত থাকবে।’

ডিসি আরো বলেন,পবিত্র রমজান মাসে জেলায় প্রধামন্ত্রী উপহার হিসেবে ১০ কোটি টাকার বরাদ্ধ এসেছে। টেকনাফে প্রতিবন্ধি ও হিজড়া জনগোষ্টীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন শুরু করেছি। এই ত্রান বিতরন ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

আমরা পর্যাক্রমে প্রত্যাক উপজেলায় ক্ষুধার্ত, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রহী সহায়তা পৌছে দিচ্ছি এবং দিব।

পাশপাশি করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

আরও খবর