লকডাউন তুলে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলায় যাচ্ছে সরকার

অনলাইন ডেস্ক •

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে সর্বাত্মক লকডাউন চলছে। তবে মানুষের জীবন-জীবিকার বিষয়টি মাথায় রেখে লকডাউন তুলে দিয়ে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলার দিক যাচ্ছে সরকার।

আগামী রোববার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তের পর সরকার এমনটাই ভাবছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে শুক্রবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষকে মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চালাতে পারব। এ কয়দিনে সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। গণপরিবহন চালু হলেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, জীবনযাত্রার বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে অফিসের জনবলের বিষয়টি উল্লেখ থাকবে।

এদিকে ঈদের আগে ২৮ এপ্রিলের পর স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে বলে রেলপথ মন্ত্রণালয় থেকেও আভাস পাওয়া গেছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রথম লকডাউন ঘোষণা করে সরকার। পরে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

আরও খবর