কক্সবাজারে ৩০ হাজার ইয়াবা ও ৪৮ হাজার টাকাসহ দুইজন আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে ফিশারীপাড়া বায়তুল নূর জামে মসজিদের উত্তর পার্শ্ব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এবং তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা, ০৩ টি চেক বই এবং নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার পৌরসভার নাপাঞ্জা পাড়ার মৃত বদরুজ্জামানের পুত্র আমিনুর রশিদ (৪০) ও রামুর জোয়ারিয়ানালার নুনাছড়ি এলাকার মৃত এনতাজ আহম্মদের পুত্র এবাদুল হক (২৮)। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী মধ্যম নুনিয়ারছড়া এলাকার সৈয়দ আহাম্মদের পুত্র বদি আলম (৫৮) পালিয়ে যায়।

এদিকে আটককৃত মাদক কারবারিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামীর সহযােগীতায় দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান র‍্যাব।

আরও খবর