জব্বারের বলি খেলার রেফারি লেদুর মৃত্যু

চট্টগ্রাম •

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার রেফারি নুর মোহাম্মদ লেদু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ এপ্রিল) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নুর মোহাম্মদ লেদুর বাড়ি নগরীর বদরপাতি এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সহ-সম্পাদক ইদ্রিস আলী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার আজ ভোরে তার মৃত্যু হয়েছে।

ইদ্রিস আলী জানান, নুর মোহাম্মদ লেদু গত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড থেকে বিএনপির সমর্থনে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

আরও খবর