খুরুশকুলের ভূমিহীনদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে- এমপি কমল

নিজস্ব প্রতিবেদক •


তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সদর—রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমি ও ঘরহীনদের পর্যায়ক্রমে পুনর্বাসন করছেন। ব্যবস্থা করেছেন তাদের জীবন জীবিকার। তাই খুরুশকুলের ভূমিহীনদেরও স্থায়ীভাবে অচিরেই পুনর্বাসন করা হবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে খুরুশকুলের তেতৈয়ায় সরকারি জমিতে মুজিব নগর নামে এলাকায় ভূমিহীন প্রায় ৪০০ পরিবারকে পুনর্বাসন নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।

সাইমুম সরওয়ার এমপি কমল আরও বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর খুরুশকুলে কুতুবদিয়ার মানুষকে পুনর্বাসন করা হয়। আরও ৪ হাজার ৪শ’ ৯টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পে আনা হয়েছে। আদর্শগ্রাম নামে শহর থেকে আরও লোকজন আনা হয়। সম্প্রতি এখানে আরো ৪০০ পরিবারকে পুনর্বাসনে ইতোমধ্যে জমি পরিদর্শন করেছে এ্যাসিল্যান্ড। এতে এখানকার মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। খুরুশকুলের ভূমিহীনদের দাবির প্রেক্ষিতে অন্য এলাকার মানুষকে পুনর্বাসনের পাশাপাশি এখানকার ভূমিহীনদেরও যেন কোটা ভিত্তিক পুনর্বাসন করা হয়। জেলা প্রশাসনের কাছে খুরুশকুলের ভূমিহীনদের পুনর্বাসনে প্রস্তাবনা তুলে ধরা হবে।

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, কারও প্রতি অবিচার করা হবে না। একটি পক্ষ দাবি করছে তাদের জমি দখল করে রাতারাতি বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। তাই অন্যের জমি দখল করে পুনর্বাসন করা যাবে না। কেউ কাগজে কলমে জমি পেয়ে থাকলে তা ছেড়ে দিতে হবে। জমি দখল বা সংঘাতে না জড়িয়ে সবাইকে শান্ত থাকবে হবে। কাউকে আইনশৃঙ্খলা বিনষ্ট করতে দেয়া হবে না।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া মুজিব নগর এলাকায় প্রায় ৪০০ পরিবার স্থানীয় ও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ভূমিহীন লোক হয়। তারা খুরুশকুল মৌজার বি.এস ০১নং খাস খতিয়ান, বি.এস দাগ নং— ৪৪৬৬। এই চকবন্ধে ৬৪ একর জমিতে দীর্ঘদিন ধরে ঝোপঝাঁড় পরিস্কার করে ছোট ছোট কুঁড়ে ঘর নির্মাণ করে বসবাস করে আসছে।
ওই জমিতে বর্তমানে তারা বসতবাড়ি ও গভীর নলকূপ স্থাপন করে শান্তিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে ভোগ দখলরত আছেন। কিন্তু কতিপয় ভূমিদস্যু কুচক্রী মহল দীর্ঘদিনের দখল স্বত্বীয় তপশীলোক্ত জমি থেকে ওই ৪০০ ভূমিহীন পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছে। এসব মানুষের এখানকার সামান্য বসতভিটা ছাড়া মাথা গুজার ঠাঁই টুকু নেই। জীবনের শেষ আশ্রয়স্থল এই জমি হতে ষড়যন্ত্রমূলকভাবে তাদের উচ্ছেদ করলে আত্মহত্যার পথ বেঁচে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না।

এ বিষয়ে ভূমিহীনদের পক্ষ হয়ে আসন্ন ইউপি নির্বাচনে খুরুশকুল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী সমাজসেবক কামাল উদ্দীন কামাল চলতি বছরের গত ১৫ এপ্রিল ডাকযোগে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচিবালয়ের ভূমিমন্ত্রী মহোদয়, ভূমিমন্ত্রালয় সচিবালয়ের মাননীয় সচিব, কক্সবাজার—৩ (সদর—রামু) আসনের মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিম্ন তপশীলোক্ত জমি ভূমিহীনদেরকে স্বপ্ল—দীর্ঘমেয়াদী বন্দোবস্তী—স্থায়ী প্লট বরাদ্দ প্রদান করার জন্য একটি আবেদন করেন।

আরও খবর