ডেস্ক রিপোর্ট •
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের অভিযানে বিয়ার ও গাঁজাসহ ৪জনকে আটক করা হয়েছে।
১৯ এপ্রিল রাতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় এই অভিযান চালানো হয়। এইসময় ৯৯টি বিয়ার ক্যান ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এপিবিএন জানায়, উখিয়াস্থ কুতুপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-A তে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীর বসতঘর ৯৯ টি বিয়ার ক্যান ও কালো পলিথিনে মোড়ানো ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, ছমুদা খাতুন (৩৯), হামিুদ হোসেন (১৮), মোঃ বোরহান (১৯), সাবিকুন্নাহার (২৮)।
এ সংক্রান্ত উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-