কক্সবাজার সদর হাসপাতালে করোনায় প্রাণ গেল আরো ২ জনের

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আরো দুইজন মারা গেছেন। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী।এ নিয়ে জেলায় করোনায় এখন পর্যন্ত সদরের ৪৮ জনসহ মোট ৮৯ জন মারা গেলেন।

রবিবার (১৮ এপ্রিল) রাতে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে শনিবার দুজন রোগীর মুত্যু হয়। তারা হলেন-সদর উপজেলার ঈদগাঁওর ইসলামাবাদের ৮০ বছরের বৃদ্ধ রশিদ আহমেদ এবং উখিয়া রাজাপালং ইউনিয়নের ৪৮ বছর বয়সী নারী খুরশিদা আক্তার।

মারা যাওয়া দুজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল এবং ১৬ এপ্রিল থেকে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৭ এপ্রিল তারা মারা যান।

এদিকে রবিবার (১৮ এপ্রিল) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের পরিসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক রোহিঙ্গাসহ ৯১ জন৷

এর মধ্যে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলায় নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন এবং শুক্রবার ছিল ২৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫২৬ জনে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ জন।তন্মধ্যে সদর উপজেলা ও পৌরসভার ৪৬ জন,উখিয়া উপজেলায় ১৭ জন,মহেশখালী উপজেলায় ১০ জন এবং রামু উপজেলায় ৮ জন,টেকনাফ উপজেলায় ৫ জন,চকরিয়া উপজেলায় ৪ জন এবং ১জন রোহিঙ্গা। নেগেটিভ ছিলেন ৬৩৯ জন।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৭২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১ লাখ ১২ হাজার ৫২২ জনের নমুনা সংগ্রহ করা হলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫২৬ জনে। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩০৩ জন। নতুন করে ২ জনের প্রাণহানি ঘটেছে। জেলায় করোনায় এখন পর্যন্ত মোট ৮৯ জন মারা গেছেন। তার মধ্যে সর্বাধিক কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলাতেই ৪৮ জনের মৃত্যূ হয়েছে। আক্রান্তের দিক দিয়েও এগিয়ে রয়েছে এ এলাকা।

উল্লেখ্য দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে প্রথম পর্যায়ের থেকে করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশের কিছু জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আবার বেশ কিছু জেলায় বেলাগাম হয়ে গিয়েছে করোনা পরিস্থিতি ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই গোটা দেশে ফের একবার আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ করোনা ভাইরাসের সংক্রমন ভয়াবহ আকার ধারণ করছে কক্সবাজার জেলাতেও।

আরও খবর