কক্সবাজারে কমছে টেষ্ট, কমছে করোনা রোগী

আনছার হোসেন •

কঠোর লকডাউন চলাকালে কক্সবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এলেও তা আনুপাতিক হারে স্থিতিশীলই রয়েছে। লকডাউনে যে পরিমাণ আক্রান্তের সংখ্যা কমছে, ঠিক একই হারে কমে গেছে করোনা পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যাও।

আজ শনিবার (১৭ এপ্রিল) ২৮০ জন সন্দেহভাজন রোগীর পরীক্ষা শেষে ২৯ জনের শরীরে করোনা ‘পজিটিভ’ পাওয়া গেছে। এদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২৪ জন। অন্য ৫ জন ফলোআপ রোগী, যাদের পুনরায় স্যাম্পল টেষ্টে রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে একজন রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে হওয়া গত চারদিনের করোনার নমুনা টেষ্টের রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, আজ শনিবার ২৮০ জনের টেষ্টে নতুন ২৪ জন, গতকাল (শুক্রবার) ২৩৪ জনের টেষ্টে ৩১ জন, ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ৩৩৫ জনের টেষ্টে ৬৩ জন ও ১৪ এপ্রিল (বুধবার) ৫২১ জনের টেষ্টে ৪৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এই ল্যাবে প্রতি ১০০ জনের টেষ্টে আজ শনিবার নতুন রোগী ৮ দশমিক ৫৭, যা আজকের ‘পজিটিভ’ হিসাবে ১০ দশমিক ৩৬ শতাংশ। গতকাল শুক্রবার নতুন রোগী ১৩ দশমিক ২৫ শতাংশ, যা ওই দিনের মোট ‘পজিটিভ’ হিসাবে ১৩ দশমিক ৬৮ শতাংশ। এছাড়াও গত ১৫ এপ্রিল সেই হিসাব ছিল নতুন রোগী ১৮ দশমিক ৮১, যা দিনের মোট ‘পজিটিভ’ রোগীর হিসাবে ২০ দশমিক ৯০ শতাংশ। তার আগের দিন ১৪ এপ্রিল (বুধবার) ছিল নতুন রোগী ৯ দশমিক শূন্য দুই, যা দিনের মোট রোগীর হিসাবে দাঁড়ায় ৯ দশমিক ৪০ শতাংশ।

সুত্র মতে, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছিল। এদের মধ্যে সর্বাধিক ১৫ জন ছিল কক্সবাজার সদর উপজেলার রোগী। অন্য ২০২ জনের রিপোর্ট পাওয়া গেছে ‘নেগেটিভ’। শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে একজন ছিলেন ফলোআপ রোগী।

এ নিয়ে কক্সবাজার জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৪৪১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সর্বাধিক ৩ হাজার ৬৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের বিশ্বস্ত সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র মতে, আজ শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে ফলোআপ রোগী আছেন ৫ জন। যাদের ফলোআপ টেষ্টেও রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে এই দিন শনাক্ত হওয়া অবশিষ্ট ২৪ জনের মধ্যে ২৩ জন কক্সবাজার জেলার বাসিন্দা। অন্য একজন রোহিঙ্গা শরণার্থী।

আগের দিন শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে ফলোআপ রোগী ছিলেন একজন। যার ফলোআপ টেষ্টেও রিপোর্ট ‘পজিটিভ’ এসেছিল। তবে এই দিন শনাক্ত হওয়া অবশিষ্ট ৩১ জনের মধ্যে ৩০ জন কক্সবাজার জেলার বাসিন্দা। অন্য একজন রোহিঙ্গা শরণার্থী।

বৃহস্পতিবারের (১৫ এপ্রিল) রিপোর্টে এই পরিসংখ্যানে ওই দিনের শনাক্ত হওয়া ৭০ জনের মধ্যে ফলোআপ রোগী ছিলেন ৭ জন। যাদের ফলোআপ টেষ্টেও রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে এই দিন শনাক্ত হওয়া অবশিষ্ট ৬৩ জনের মধ্যে ৫৩ জন কক্সবাজার জেলার বাসিন্দা। অন্য ১০ জন রোহিঙ্গা শরণার্থী।

অপরদিকে বুধবার শনাক্ত হওয়া ৪৯ জন রোগীর মধ্যে দুইজন পুরনো রোগী। যাদের ফলোআপ টেষ্ট করা হয়েছে। ফলোআপ টেষ্টেও তাদের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে বুধবার শনাক্ত হওয়া অবশিষ্ট ৪৭ জনের মধ্যে ৪৬ জন কক্সবাজার জেলার রোগী। যাদের মধ্যে ৬ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। এছাড়া অবশিষ্ট একজন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

এছাড়াও মঙ্গলবার (১৩ এপ্রিল) শনাক্ত হওয়া ৮৮ জন করোনা রোগীর মধ্যে ৬ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। এছাড়াও ১০ জন রোগী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার। তবে মঙ্গলবার করোনা শনাক্ত হওয়া অবশিষ্ট ৭২ জনের সকলেই কক্সবাজার জেলা রোগী। তাদের মধ্যে আবার রোহিঙ্গা শরণার্থী ৮ জন।

সংশ্লিষ্টদের মতে, আজ শনিবার (১৭ এপ্রিল) একদিনে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে বরাবরের মতোই কক্সবাজার সদর উপজেলায় সর্বাধিক ১৬ জন রোগী। এছাড়াও রামু উপজেলায় একজন, উখিয়া উপজেলায় ৩ জন ও মহেশখালী উপজেলায় ৩ জন শনাক্ত হয়েছেন। তবে এই দিন জেলার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও টেকনাফ উপজেলায় নতুন কোন রোগী শনাক্ত হয়নি।

তবে বুধবার (১৪ এপ্রিল) শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৮ জন, রামু উপজেলায় একজন, উখিয়া উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ৭ জন, পেকুয়া উপজেলায় একজন, মহেশখালী উপজেলায় ৫ জন রয়েছে। এছাড়াও চট্টগ্রামের বাঁশখালী উপজেলা রয়েছেন একজন রোগী।

তারও আগের দিন মঙ্গলবার একদিনে কক্সবাজার সদর উপজেলায় ৩৭ জন, রামু উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ১০ জন, টেকনাফ উপজেলায় ৫ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, পেকুয়া উপজেলায় একজন এবং মহেশখালী উপজেলার ৭ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার (১৬ এপ্রিল) পর্যন্ত কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭ হাজার ৪৪১ জন। আক্রান্তদের মধ্যে শুধু কক্সবাজার সদর উপজেলার রোগী আছেন ৩ হাজার ৬৭০ জন। যা মোট করোনা রোগীর প্রায় অর্ধেক।

অপরদিকে গত ১২ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছেন ৮৮ জন। তাদের মধ্যে ১০ জন রোহিঙ্গা শরণার্থী।

জেলায় আক্রান্তের তুলনায় মৃত্যুর হার মাত্র ১.২৩ শতাংশ।

সুত্র মতে, গত ১২ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬ হাজার ১২৮ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৪.৯৮ শতাংশ।

আক্রান্তদের মধ্যে গত ১২ এপ্রিল পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ৭৭৮ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৫৯ জন। তাদের মধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৬০ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রয়েছেন ৪ জন, কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া ফ্রেন্ডশীপ SARI হাসপাতালে রয়েছেন ১৬ জন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেশন সেন্টার সমুহে রয়েছেন স্থানীয় জনগণ ৫৮ জন এবং রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ২১ জন।

আরও খবর