নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় ৩ বছরের শিশুকে গলাটিপে হত্যা করেছে পাষন্ড পিতা। নিহত শিশু জন্নাতুল নাঈমা (৩)।
শুক্রবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার ওমর ফারুকের শিশু কন্যা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাষন্ড পিতা কে আটক করেছে পুলিশ।
জানা যায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় বসবাস করছিল ওমর ফারুক। স্ত্রীর সাথে তুচ্ছ ঘটনার জের ধরে শিশু কন্যা জন্নাতুল নাঈমা কে গলাটিপে হত্যা করেন। স্ত্রীর আত্নচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে ওমর ফারুক কে আটক করেন। পরবর্তীতে উখিয়া থানা পুলিশ কে খবর দেয়।
উখিয়া থানার উপ পরিদর্শক আলামিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। এ সময় স্হানীয় গ্রামবাসী সহযোগীতায় ঘাতক পিতা কে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন হত্যাকান্ডের ঘটনায় একজন কে আটক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-