টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে ৪টি ব্যাগ থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, টেকনাফের লেদা খাল দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বিজিবির টহল দল বেড়িবাঁধে অবস্থান নেয়। এসময় ৫ থেকে ৬ জন পাচারকারী নাফ নদীর পাশ দিয়ে লবণ মাঠ অতিক্রম করে। বিজিবির টহল দল চ্যালেঞ্জ করলে পাচারকারিরা বস্তাগুলো ফেলে অন্ধাকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি ব্যাগ থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-