করোনায় মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করলো কক্সবাজার জেলা ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বীর মোক্তিযোদ্ধা মাস্টার নুরুল ইসলামের লাশ দাফন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ মানবিক টিম।

১২ এপ্রিল (সোমবার) বিকেল ৫টায় কক্সবাজারের ডুলাহাজারা নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৃত মাস্টার নুরুল ইসলামের দাফন সম্পন্ন হয়।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন জানান, সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের আইসিউ ইউনিটে চিকিৎসারত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল ইসলাম মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষনিক জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিশেষ করোনা টিম ছুটে যায় মৃত মাস্টার নুরুল ইসলামের নিজ বাড়ি ডুলাহাজারার রঙমহল এলাকায়।এরপর তার জানাজার শেষে মরদেহটি ধর্মীয় বিধিবিধান অনুযায়ী দাফন সম্পন্ন করেছি।

তিনি জানান,” একজন বীর মুক্তিযোদ্ধা তিনি বঙ্গবন্ধুর নির্দেশে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আজ মুক্তিযোদ্ধার দাফনে কাজ করছে আমার ছাত্রলীগের করোনা যোদ্ধারা।” আমরা একাজ অতীতেও করেছি ভবিষ্যৎ ও করে যাব।

ছাত্রলীগের এমন মহোদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মৃত মাস্টার নুরুল ইসলামের পরিবার ও স্থানীয় জনগণ।

আরও খবর