খালেদার বাসার নয়জন করোনায় আক্রান্ত


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পর এবার তার গৃহকর্মী ফাতেমাসহ নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগ্নে ডা. মামুন।

রোববার বিকেলে খালেদার গুলশানের বাসভবন ফিরোজা থেকে ফিরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. মামুন বলেন, প্রথমে ওই বাসভবনের কেয়ারটেকারদের করোনার নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এরপর গৃহকর্মী ফাতেমার নমুনা পরীক্ষা করা হলে তারও করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে করোনার নমুনাও পরীক্ষা করা হয়। এতে তার পজিটিভ রিপোর্ট আসে।

পুরো বাসভবনকে হাসপাতালের মতো করে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুই-একজনের করোনার উপসর্গ থাকলেও খালেদার জিয়ার কোনো উপসর্গ নেই। এখন পর্যন্ত তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি। ফলে আমাদের আপাতত চিন্তা, বাসায় রেখে চিকিৎসা করানো। তবে রাজধানীর একটি হাসপাতাল আমরা ঠিক করে রেখেছি। যদি কোনো ধরনের শারীরিক জটিলতা তৈরি হয় তাহলে আমরা হাসপাতালে চিকিৎসা করানোর চিন্তা করবো।

এদিকে সকাল থেকে খালেদা জিয়ার করোনা পজিটিভ খবর প্রচারিত হলেও কেন বিষয়টি অস্বীকার করা হয়েছিল সে বিষয়ে ডা. মামুন বলেন, ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

এর আগে শনিবার প্রথমে ল্যাবএইড হাসপাতালের পক্ষ থেকে এবং পরে সন্ধ্যার দিকে আইসিডিডিআরবির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়।

আরও খবর