প্রেস বিজ্ঞপ্তি •
বাংলাদেশের আইন কানুন-এর সাবেক প্রধান সম্পাদক, জাতীয় দৈনিক বর্তমান খবর ও দৈনিক নতুন সন্ধানে পত্রিকার কক্সবাজার প্রতিনিধি, জাতীয় নিউজ পোর্টাল দেশের সংবাদ ও দেশের টিভি-এর স্টাফ রিপোর্টার এবং স্থানীয় নিউজ পোর্টাল কক্সবাজার হালচাল ডটকম-এর নির্বাহী সম্পাদক লেখক, সাংবাদিক ও এড. ক্লার্ক বেলাল আজাদের মাতা উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের মৃত বদিউর রহমানের স্ত্রী আয়েশা বেগম (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল কক্সবাজার জেলা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।
সাংবাদিক বেলাল আজাদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আইনজীবী, সাংবাদিক শিক্ষক, রাজনীতিবীদ ও আইনজীবী সহকারী সহ সুশীল সমাজের বিভিন্ন স্তরের শতাধিক ব্যাক্তি।
বিবৃতি দাতারা হলেন- বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এডি রেজাউল ইসলাম, লেখক ও মিডিয়া ব্যক্তি ব্যারিস্টার শামীম পাটোয়ারী, এড. দুলাল মল্লিক, এড. আবদুল খালেক মিলন, এড.নজরুল ইসলাম, চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী এড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন, এড. শাহ আমিন চৌধুরী, এড. আমিনুল ইসলাম, এড. দেলোয়ার হোসেন, কক্সবাজারের বিজ্ঞ আইনজীবী এড. মোঃ আবদুল্লাহ, এড. আমির হোসেন, এড. মুহাম্মদ আবুল কাসেম, এড.আক্তার উদ্দীন হেলালী, এড. সেলিম নেওয়াজ, এড. সাহাবুদ্দীন. একে ফজলুল হক খান, এড. মাহবুবুল আলম টিপু, এড. আবদুর রশিদ, এড. জিয়া উদ্দীন., এড. জাবেদুল আনোয়ার রুবেল, এড. আবদুল আলীম, এড. শওকত বেলাল, এড.আবু হেনা মোস্তফা কামাল, এড. আবু মোকাররম রাসেল, এড. বাপ্পী শর্মা, এড. নুরু রশিদ, এড. মাসুম রেজা, এড. মুহাম্মদ রাসেল।
সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সেক্রেটারী সাংবাদিক আহমেদ আবু জাফর, দৈনিক ভোরের ডাক-এর সম্পাদক কবি আমজাদ, এফবিএন-এর সম্পাদক ফারজানা নাদিয়া, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ফরিদুল মোস্তফা খান (দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের সময়, জনতার বাণী, কক্সবাজার বাণী), আবদুল আজীজ (একুশে টিভি, দৈনিক দৈনন্দিন, কক্সবাজার ভয়েস ডটকম), সাইফুর রহিম শাহীন (আর টিভি), শাহজাহান চৌধুরী শাহীন (প্রতিদিনের বাংলাদেশ, কলকাতা টিভি, নিউজ কক্সবাজার ডটকম) রাসেল চৌধুরী (দৈনিক মানব জমিন), সায়ীদ আলমগীর (দৈনিক ইত্তেফাক, জাগো নিউজ২৪ ডটকম), নুরুল করিম রাসেল (যমুনা টিভি, দৈনিক যুগান্তর), আবদুল্লাহ আল আজিজ, (সম্পাদক-কক্সবাজার জার্নাল ডটকম) সোহেল খান (বীচ টিভি), অলি উল্লাহ রনি (দৈনিক খবরপত্র, দৈনিক আজকের কক্সবাজার বার্তা, আলোকিত চকরিয়া), কফিল উদ্দীন নোবেল, এমরান ফারুক অনিক, অজিত কুমার দাশ হিমু (সাপ্তাহিক সাগর কন্ঠ), সাইদুজ্জামান সাইদ (দৈনিক আপনকন্ঠ, কক্সটিভি), উখিয়ার সিনিয়র সাংবাদিক ফারুখ আহমদ (ডেইলি অবজার, দৈনিক কক্সবাজার), সরওয়ার আলম শাহীন (দৈনিক মানব জমিন, উখিয়া নিউজ ডটকম, উখিয়া সংবাদ ডটকম, ইউএন টিভি) সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু, আরিক সিকদার বাপ্পী (উখিয়া নিউজ টুডে ডটকম), পলাশ বড়ুয়া (দৈনিক আমাদের সময়, দ্য ডেইলি চট্টগ্রাম প্রতিদিন, সিএসবি২৪ ডটকম), জসিম আজাদ (দৈনিক সৈকত, ডিবিডি নিউজ ২৪ ডটকম), তানভির শাহরিয়া (উখিয়া নিউজ টুডে ডটকম), জাহাঙ্গীর আলম (দৈনিক আমাদের চট্টগ্রাম, দৈনিক আজকের কক্সবাজার, চ্যানেল ইনানী), মাহবুব মিনার (দৈনিক কক্সবাজার একাত্তর), সৈয়দ হোসাইন শাহীন (কক্সবাজার হালচাল ডটকম), আনচার উল্লাহ (কক্সবাজার হালচাল ডটকম), আহসান উল্লাহ (কক্সবাজার হালচাল ডটকম), কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালেব, কক্সবাজার শহর ছাত্রলীগের শামরান সিকদার, নুরুল বশর মানিক, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মুহাম্মদ সৈয়দ কাসেম, সহকারী শিক্ষক শামসুল আলম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশ কর্মকর্তা এস.আই আবুল কালাম আজাদ, এস. আই রেজাউল জব্বার শাহেদ, এস.আই মুহাম্মদ ইমরান,
কক্সবাজার আদালতের কর্মরত আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফোরকান আহমদ খোকন, সহ-সভাপতি তুহিন আহমদ, সাবেক সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সিনিয়র আইনজীবী সহকারী সুলতান আহমদ, জাহাঙ্গীর আলম, ছালামত উল্লাহ, আমানত উল্লাহ, সবুজ শর্মা, দেলোয়ার হোসেন, কায়সার আলম প্রমূখ।
বিবৃতি দাতারা সাংবাদিক বেলাল আজাদের মায়ের মৃত্যুতে শোকাভিভূত, সমবেদনার পাশাপাশি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-