করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে উখিয়া উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় লকডাউনের নির্দেশনা উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় ২২টি মামলায় ৩৪ জনকে ৩০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৫ এপ্রিল) বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান পৃথক অভিযান চালিয়ে অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে উখিয়া পুলিশ সার্কেল শাকিল আহমেদ ও ওসি আহাম্মদ সনজুর মোরশেদ নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং এর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয়া হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, লকডাউন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে। সরকারি নির্দেশনা না মানলে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

আরও খবর