ইমরান আল মাহমুদ,উখিয়া •
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে উখিয়া উপজেলা প্রশাসন।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ’র নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উখিয়া বাজার, কোর্টবাজার,মরিচ্যা বাজারে মাস্কবিহীন পথচারী,যানবাহন চালক ও যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ আইনে পথচারী ও সাধারণ মানুষকে মোবাইল কোর্ট পরিচালন জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া উপজেলার তিনটি স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫৯ জনকে ২৫টি মামলায় ৭৩০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণ ও যাত্রীদের মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়। জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল এহসান খাঁন, উখিয়া আনসার ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-