উখিয়ার সব পর্যটন ও বিনোদন স্পট বন্ধ ঘোষণা!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

০১ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার সব পর্যটন ও বিনোদন স্পট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

তারই ধারাবাহিকতায় উখিয়ার সাগর কন্যা ইনানী, পর্যটন স্পট পাটুয়ারটেক সহ অন্যান্য সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৭ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনার আলোকে বর্ণিত সময়ে ইনানী সমুদ্র সৈকত, পাটুয়ারটেকসহ উখিয়ার সব পর্যটন ও বিনোদন স্থানে ভ্রমণ না করার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রাণহানি কমাতে জনগণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের আরও বেশি সতর্ক এবং কার্যকরী উদ্যোগের বিকল্প নেই। সতর্কতার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরা এবং সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং পাশাপাশি করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি এবং এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর