মোঃ জাব্বার •
উখিয়ার সোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক খুচরা মাদক কারবারিকে আটক করলো ইনানী পুলিশ ফাঁড়ি।
৩১ মার্চ (বুধবার) ইনানী পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সোনারপাড়া জাগিরাটেক তিনমাথা এলাকার জসিমের চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে লুকানো অবস্থায় ৫শ ৮পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি সোনাইছড়ি এলাকার আবু শামার ছেলে লিয়াকত (৩৫)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-