আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
ক্লান্তিহীন এক যোদ্ধার নাম নিজাম উদ্দিন আহমেদ। তিনি উখিয়া উপজেলা নির্বাহী অফিসার। একজন সুদক্ষ অভিভাবক ও একজন সত্যিকারের দেশপ্রেমিক। উখিয়ার মানুষকে ভালো ও নিরাপদ রাখতে ক্লান্তিহীন ছুটে চলেছেন। দরিদ্র ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট দেখা মাত্রই নিজে গিয়েই হাজির হন অসহায়ের বাড়ীতে। মধ্যরাতেও শীত উপেক্ষা করে গরিব-অসহায় ও এতিমদের জন্য শীতবস্ত্র নিয়ে ছুটে গেছেন এবং পরিবেশ রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে রাতের আধারেও অভিযান চালিয়েছেন। এমন ঘটনাও উখিয়াবাসী দেখেছে।
তারই ধারাবাহিকতায় ছুটির দিনেও করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে জেলা প্রশাসনের নির্দেশনা সম্বলিত গণবিজ্ঞপ্তি ও মাস্ক বিতরণ করছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে ব্যস্ততম স্টেশন কোটবাজারে মাস্ক ও বিজ্ঞপ্তি বিতরণ করেন তিনি। এসময় তিনি জনগুরুত্বপূর্ণ স্থানসহ হাট-বাজারে মাইকিং করেন সবাইকে সচেতন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করার জন্য এ পদক্ষেপ। এছাড়া সরকারি নির্দেশনা সবার মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে করে সবাই তাদের করণীয় বিষয় গুলো জানতে পারে।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সকল ধরনের জনসমাগম সীমিত করা হলো। অনুমতি ব্যাতিরেকে কোন ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আয়োজনে জনসমাগম করা যাবেনা। মসজিদ ও সকল ধর্মীয় উপসনালয়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
তিনি করোনা ভাইরাস কে ভয় না পেয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান এবং উপরোক্ত আদেশসমূহ লংঘনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-