প্রায় অর্ধকোটি টাকার ইয়াবা নিয়ে ধরা পড়লো উখিয়ার রুবেল!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার উখিয়ায় অভিযান পরিচালনা করে ৯৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

২৯ মার্চ (সোমবার) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রাজাপালং ইউপিস্থ পূর্বডিগলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি হলেন, রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া এলাকার সৈয়দ আকববের ছেলে আবু তালেব রুবেল (২৯)।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী কক্সবাজার জার্নালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী আবু তালেব পালিয়ে যাওয়ার প্রাক্কালে র‍্যাবের হাতে ধৃত হয়। এসময় তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে মোট ৯,৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর