উখিয়ায় ভেজাল বিরোধী অভিযান: ৫৭ হাজার টাকা জরিমানা

কমরুদ্দিন মুকুল •

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ উখিয়া সদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য পণ্য রাখার দায়ে ৭ জন কে মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৯ মার্চ সোমবার বেলা ১২ টায় এ অভিযান পরিচালনা করেন।

২০০৯ এর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় উখিয়া সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কে অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন ভবিষ্যতে আর কোনো মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ভেজাল খাদ্য পণ্য পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

আরও খবর