সংবাদ বিজ্ঞপ্তি •
গত ৫ মাস পূর্বে আমরা নিম্ন স্বাক্ষরকারীগনের নিকট আত্নীয় মহিলার সাথে কুতুপালং গ্রামের এক ছেলের সাথে প্রেম ও ছবি সংক্রান্ত বিষয়ে একটি ঘটনা হয়। সেই ঘটনা আমাদের কানে আসার পর আমরা ছেলেটির সাথে কথা বলি। এরপর আমরা ঘটনাটি আমরা পরস্পরাপর এর মধ্যে সমাধান করার উদ্যোগ গ্রহণ করি।
ছেলেটি আমাদের কথায় সায় দিয়ে ঘটনাটি নিষ্পত্তি করার কথা বলে। তখন আমরা উভয় পক্ষ কয়েক দফা বসে সিন্ধান্ত হয় যে, ছেলেটি তার মোবাইলে থাকা সমস্থ ছবি রিমোভ করিবে এবং একটি অঙ্গীকার নামা প্রদান করিবে। এই ঘটনা পর্যন্ত নুরুল হক খান কিছুই জানেনা।
যেহেতু অঙ্গীকার নামায় স্থানীয় কয়েকজন গন্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর নিলে ভাল হবে মনে করেছি তখন আমরা কুতুপালং গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক নুরুল হক খানকে ঘটনাটি জানায়। তিনি শুধু অঙ্গীকার নামায় ছেলেটি স্বাক্ষর করার সময় উপস্থিত ছিলেন এবং অঙ্গীকার নামায় একজন স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করেন। এছাড়া তিনি আর কিছুতে ছিলেন না।
অথচ আজকে তার রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা উদ্ধুদ্ধ হয়ে থানায় একটি সাজানো মিথ্যা অভিযোগ করেছে।
এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে কুতুপালং গ্রামের একজন সজ্জন রাজনীতিবীদ সমাজ সেবক নুরুল হক খানকে জড়িয়ে নানা মিথ্যা সংবাদ বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়ায় প্রকাশ করে যাচ্ছে। যাহা নুরুল হক খানের রাজনীতিক প্রতিপক্ষরা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ষড়যন্ত্র করতেছে। আমরা এই ঘটনার নিন্দা প্রকাশ করছি এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
নিবেদক:
১। সনজিদ বড়ুুয়া ( ভিকটিমের বড় বোনের স্বামী)
২। শংকর বড়ুয়া ( ভিকটিমের ননদের স্বামী)
৩।সৌরভ বড়ুয়া ( ঘটনার সাক্ষী)
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-