চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় উখিয়ার একই পরিবারের ৩ জন নিহত, আহত-৪

হুমায়ুন কবির জুশান •

চট্টগ্রামের লোহাগাড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাককে নোহা গাড়ির ধাক্কায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার (২৮ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মোহাম্মদ আয়াজ (৩৬) একই এলাকার শাহ আলম (জেকব) (৩৪) ও জাহাঙ্গীর আলম (৩৫)। আহতরা হলেন, হেলাল উদ্দিন আকাশ, মনজুর আলম, মোঃ এন আমিন, ও হুমায়ুন কবির।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , ঘটনার দিন নোহা গাড়িটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।ভোর ৫টার দিকে পদুয়া ইউপির কার্যালয়ের সামনে পৌঁছালে সড়কের পাশে রাখা ট্রাক গাড়িকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে জোরেশোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নোহার দুই যাত্রী প্রাণ হারান।পরে আহত অবস্থায় ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজন নিহত হন।বর্তমানে আহত চার জনকে চমেকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

দোহাজারি হাইওয়ে থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল হতে ট্রাক ও নোহা গাড়ি জব্দ করা হয়।তবে গাড়ির চালক পালিয়ে যায়।

এদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মোহাম্মদ আয়াজের পিতা বাদশা মিয়া বলেন, তার অসুস্থ্য চাচা বখতিয়ার মাষ্টারকে চট্রগ্রামে দেখতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমার ছেলে নিহত হয়েছে।

নিহতের মা বলেন, যাওয়ার সময় আমার একমাত্র ছেলে আয়াজ বলে গিয়েছিল। আমিও যেতে বলেছি। তার বলে যাওয়াটা একেবারে না ফেরার কথা জানলে আমি যেতে দিতাম না। হে-মাবুদ। এভাবে বিলাপ করে করে কান্নায় ভেঙ্গে পড়ে মায়ের মন। সাথে তার মেয়ের জামাই শাহ আলম জেকবও মারা যায়। ৫ মেয়ে ও ১ ছেলের মধ্যে একমাত্র ছেলেকে হারিয়ে মায়ের মন মানছে না।

তাদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, উখিয়া হাজির পাড়া সীরত মমিটির সভাপতি নুরুল ইসলাম। নিহত সকলেই সীরত কমিটির সদস্য।

আরও খবর