গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে কর্মরত সদস্যদের অভিযানে রোহিঙ্গা ডাকাত দলের তিন সক্রিয় সদস্য আটক। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরী ১টি অস্ত্র, ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য অফিসের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা (মুকুল) জানান,গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৬ মার্চ (শুক্রবার) সকাল ৭টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন’র শামলাপুর বড়ডেইল এলাকার বহু অপকর্মের হোতা চিহ্নিত অপরাধী ডাকাত কামরুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করে ডাকাত দলের এই তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
আটক অপরাধী হচ্ছে, বন্দুকযুদ্ধে নিহত হওয়া রোহিঙ্গা ডাকাত নুরুল আলম ডাকাতের অন্যতম সহযোগী টেকনাফ বাহারছড়া ইউপি শামলাপুর বড় ডেইল এলাকা মৃত মনিরুজ্জামানের পুত্র চিহ্নিত অপরাধী কামরুল(৩৫), দীর্ঘ কয়েক বছর আগে টেকনাফ নয়াপাড়া আনসার ক্যাম্প হামলা ও অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা ডাকাত (নিহত) নুরুল আলম’র আপন ছোট ভাই রোহিঙ্গা ডাকাত কামাল সাদেক(২৪),ও তাদের সহযোগী মো.আলী (২৬)।
তিনি আরো বলেন, আটক তিন যুবক দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত এবং ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-