গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
কক্সবাজার র্যাব-১৫ সদস্যদের অভিযানে মরননেশা ইয়াবার বহুগুন শক্তিশালী ২ কেজি ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার।
এই মাদক গুলোর সাথে জড়িত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত মাদক গুলোর মুল্য ২ কোটি টাকা হবে বলে জানায় র্যাব।
উক্ত অভিযান চলাকালিন সময়ে র্যাবের চোঁখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে গেছে আরো এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাকে পলাতক আসামী করা হয়েছে।
র্যাবের পাঠানো তথ্য সুত্রে জানাযায়, গত ২৫ মার্চ রাত ১০টার দিকে টেকনাফে কর্মরত র্যাব-১৫ (সিপিসি-১)’র একটি চৌকষ দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপি ৯নং ওয়ার্ড বরইতলী প্রধান সড়কে অভিযান পরিচালনা করে টেকনাফ বাহারছড়া ইউপি নোয়াখালী পাড়া এলাকার কালা মিয়ার পুত্র মো.হোসেন(৪৪) প্রকাশ হোছনকে একটি শপিং ব্যাগসহ আটক করে।
এসময় তার সাথে থাকা একই এলাকার মৃত নবী হোছনের পুত্র মো. রশিদ (৫০) র্যাবের চোঁখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
এরপর আটক আসামীর হাতে থাকা ব্যাগটি তল্লাশী করে চীনের তৈরী ২কেজি ওজনের ক্রিস্টাল মেথ দুই প্যাকেট আইস উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান উদ্ধারকৃত মাদকসহ আটক অপরাধী ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-