আরাফাত সানী, টেকনাফ •
টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকার দক্ষিণ পশ্চিমে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সাদ মোহাম্মদ তাইম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা, ৩টি গুলতি, ২টি দা, ৫টি মোবাইল সহ ৫ মিয়ানমার ইয়াবা পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আটককৃতরা মিয়ানমারের আকিয়াব এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তররের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি (বিএন) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে সেন্টমার্টিন ছেড়া দ্বীপ এলাকায় সাগর উপকুলে থেকে দক্ষিণ-পশ্চিমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা, ৩টি গুলতি, ২টি দা, ৫ টি মোবাইলসহ ৫ মিয়ানমার নাগরিক কে আটক করা হয়।
২৬ মার্চ দুপুর ১ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ কোষ্ট গার্ড স্টেশন কমান্ডার লেঃ সালে আকরাম।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-