টেকনাফে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত অপরাধী ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীদের ধরতে থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাঁড়াশী অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের তথ্য অনুযায়ী,
২৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থানায় কর্মরত চৌকশ অফিসার এএসআই এমরান ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ২০১২ সালের মাদক মামলার এজাহাভুক্ত পলাতক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী নুর মোহাম্মদকে আটক করতে সক্ষম হয়েছে।

ধৃত আসামী হচ্ছে, টেকনাফ পৌরসভা ৩নং ওয়ার্ড কে কে পাড়া এলাকার মৃত ফকির আহাম্মদ’র পুত্র।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন,মাদক পাচারে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় জড়িত পলাতক আসামীদের আইনের আওয়তাই নিয়ে আসতে পুলিশ সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, অপরাধীদের সঠিক তথ্য দিয়ে স্থানীয়রা সহযোগীতা করলে পুলিশের অভিযানে আরো বেশী সফলতা আসবে।

আরও খবর