চট্টগ্রাম •
নগরীতে পৃথক অভিযানে ৬ হাজার ৭ শত ৬০ পিস ইয়াবাসহ চার ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (২১ মার্চ) বিকালে নগরীর চান্দগাঁও, বাকলিয়া ও কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএনসির মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হল: হ্যাপী আক্তার (২১) নুর কামাল (২২), মো. সানজিত(১৯) ও নুরুল বশর (২১)
মো. রাশেদুজ্জামান জানান, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, বাকলিয়া ও কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চার আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এরমধ্যে চকরিয়ার করমমুহুরী পাড়ার বাবুলের মেয়ে হ্যাপী আক্তারকে ৪ হাজার ৬ শত ইয়াবাসহ, উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ৮ নম্বর ক্যাম্পের আব্দুল জলিলের ছেলে নুর কামালকে ৯৭০ পিস ইয়াবা, উখিয়ার তুতুরবিল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. সানজিতকে ৭৯০ পিস ইয়াবা ও উখিয়ার পশ্চিম হরিণমারা এলাকার শামসুল আলমের ছেলে নুরুল বশরকে ৪ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-