কক্সবাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে, একদিনে ২৪৭ মামলা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •

সমগ্র কক্সবাজার জেলাজুড়ে জেলা ও উপজেলা প্রশাসন করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থান গিয়েছে। রোববার ২১ মার্চ একদিনে পুরো কক্সবাজার জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২৪৭ টি মামলা করেছে। এসব মামলায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান’কে বিধি মোতাবেক অর্থদন্ড করা হয়। এছাড়া, করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক প্রচারণার জন্য ব্যাপকভাবে মাইকিং এর পাশপাশি মাস্কও বিতরণ করা হয়।

একইদিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সমুদ্র সৈকত পরিদর্শন করেন-কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান , ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আরও খবর